Tuesday, June 20, 2017

মা আমার


             মা আমার 
    সুবোধ কুমার শীট


সহনশীলতা মা আমার,
কষ্ট করেছে জীবনে তাহার।
কখনো না ঘুমিয়ে কাটিয়েছে কত রাত,
শিশুর কাছেই জাগ্রত সদা রখেছে মাথায় হাত।
মায়ের কোলে শিশু রয়েছে যখন বড়ো উল্লাসেতে,
তখন মা মাতৃত্ব অনুভব করেছে শিশুর সেই মুচকি হাসিতে।
সংসারের কর্মে রয়েছে সদা ছুটিহীন তাহার জীবনে,
কাজের ফাঁকে মানুষ করেছে তাহার সন্তানে।
খিদে পেটে যখন সন্তানের, মা ছাড়া আর আসে কে রে,
বুকের প্রেম পান করিয়ে সমাদরে শুধুই মায়েরাই পারে সন্তানেরে।
মায়ের কষ্ট ধারণ করে আছে এমন কে?
পারবে শুধু মায়ের কন্যা জানিয়েছো কি সমাজকে।
অসহ্য যন্ত্রণা হয়তো মা খানিকক্ষণ যাবেই ভুলে,
প্রথম চুম্বন যখন পড়ে শিশুর ভালে।
মা-শিশুর ভালোবাসায় কর্মফলও নত,
এই বন্ধনের গভীরতা ছিড়বে না আসুক যত ক্ষত।
মা তো মা কোন কষ্ট ধরবো তুলে,
ফুলের মতো থাকবে পড়ে মায়ের চরণ পাবে বলে।।


রচনাকাল -
নিজ বাসভবন,
10/05/2017,বুধবার, 
সকাল- 11:00,