Tuesday, March 19, 2019

তীক্ষ্ণ অনুভূতির প্রেম

তোমারে দেখেছি আমি সক্রিয় অপটিকের অনুভব মস্তিষ্কে;
তোমার অনুভূতি ধাবন পাইয়া যাই আমার প্রতিটি অঙ্গের সংবেদী গ্রাহকে।

যখন পথ দিয়া গমন করো থ্যালামাস সক্রিয়তায় তাকায়ে তাকায়ে আমার দিকে;
আমার স্নায়ুতন্ত্র হারায়ে মন্ত্র বন্ধুর স্পর্শে তবুও স্নায়ু ফিকে।

যখন আসো শাড়ি অঙ্গে দুর্বল সুগন্ধী আলতো মেখে কিছু দুরে;
আমার অলফ্যাক্টরি জানায় প্রেমের অনুভূতি আমারে, পেছনে ফিরে পাই তোমারে।

গালেহাত, দুজনে তির্যক নয়নে হৃদ গতির সক্রিয়ে তাকাই দুজনে বারে বারে ;
দুজনে দেখি দুজনের তারারন্ধ্র ছোটো-বড়ো হচ্ছে প্রেমে আরে।

কি দারুণ এনামেল হাসি মুখে যখন হাসে আমারে আনন্দ দেখে;
হৃদগতি বাড়ায়ে চলে, আনন্দে আমার ইচ্ছে করে এইখানে যাই থেকে।

স্কুলের অতল প্রেমের মুহূর্তগুলি আমার ফ্রন্টাল-প্যারাইটাল লোব এমন বিঁধেছে মনে;
রাতে মেলাটোনিন নিষ্ক্রিয়, শুধু তারই মুখখানি নয়নে।

যদি এখন অন্ধ হয়ে যাই এই তীক্ষ্ণ অনুভূতির প্রেম রোডোপসিন হয়ে ভাসবে অক্ষি পানে;
তাই বারে বারে ভাবি যেন এমনি চলে প্রেম রক্ত-লসিকায় সুস্থ চলনে।।

রচনাকাল-
নিজ বাসভবন,
বৃহস্পতিবার,০৪/০৫/২০১৭,
বিকাল -০৪:০৩,