Tuesday, February 28, 2017

শিশুর জীবনে ব্যস্ত পিতামাতা


   শিশুর জীবনে ব্যস্ত পিতামাতা
           সুবোধ কুমার শীট

ওগো শিশুর সান্নিধ্যবাসী পিতামাতা ;
তোমরাই তাদের অবলম্বন,তোমরাই ভাগ্যদাতা।
তোমাদের অতল কষ্টে সমস্ত পরিশ্রম;
শিশুর সৎ,সুখময় ভাগ্যের কাছে সত্যি কী সক্ষম।
কারন শিশুবেলায় পাচ্ছে না সঠিক মতো মনের সান্নিধ্য;
তখন মানবিকতা,মূল্যবোধ সবই বক্রপথে যেতে বাধ্য।
তোমরা নিজেদের নাম কামানোর জন্য থাকো সর্বদাই ব্যস্ত;
পাছে শিশু একা,সঙ্গহীন ন্যায় সূর্যের অস্ত।
যখন ধকল নিয়ে সন্ধ্যেতে ফিরে থাকো বাড়ি;
তখন শিশু পায় না সঙ্গ,থাকে কালকের কাজের তাড়াতাড়ি।
শিশুদের বয়স বাড়তে থাকে যতই;
বর্তমানে পিতামাতার সান্নিধ্য শিশুরা পাচ্ছেনা ততই।
আমি বলি শিশুদের সঙ্গে যদি বন্ধুত্বভাব থাকে সদয়; 
ভালো-মন্দ সবই কথা ভাগ করতে দ্বিধা করবে না তাদের হৃদয় ।
আজকের শিশু কালকের পিতামাতার সমান;
শিশুবেলায় যেমন কেটেছে,হয়তো তেমনই দেবে পিতামাতার সম্মান।।