Tuesday, February 28, 2017

বর্তমান জীবন



            বর্তমান জীবন
            সুবোধকুমারশীট

আমি ব্যর্থ জীবন প্রেমের গর্জন, 
আমি হারিয়েছি ডাকের বাস্তব ধরন। 
কেউ তো শোনেনা ব্যর্থ ডাক, 
আমি যতই দেই ক্লান্ত হাক। 
একদিন হয়তো সবাই সবার শুনবে, 
তাই আবার সমাজ হয়তো নতুন গড়বে। 
তাইতো আমি ধৈর্য রাখি, 
তরুণদের আশায় বুক বাঁধি। 
তারা হয়তো সব সমস্যার করবে নাশ, 
মানব জীবনে হয়তো আসবে সুখের মাস। 
হায়রে কী আসবে সুখ? 
এতো জীবনের বড়ো অসুখ। 
প্রারম্ভিক হয়তো হবেই আনন্দ, 
তার পর কি হবে না নিরানন্দ। 
এতো জীবনের মারপ্যাঁচের যোগ, 
জীবন প্রাপকদের করতে হবেই ভোগ। 
যেখানেই রাসায়নিক মারপ্যাঁচের রসদ, 
সেখানে ক্রমাগত জীবন হবেই দরদ। 
কম্পিউটার দুনিয়ার রয়েছে দুই নয়ন, 
সে যে করে থাকে মনকে হরণ। 
বড়ো কঠিন এ জীবন ।। 


রচনাকাল - 
নিজ বাসভবন, 
27/01/17,শুক্রবার, 
সকাল -07:30,