Tuesday, February 28, 2017

হে ভালোবাসা


            হে ভালোবাসা 
         সুবোধ কুমার শীট

সহজ সরল তুমি হে ভালোবাসা;
সবার মনে রয়েছো, তুমি বেঁধেছো বাসা।
তুমি যে পবিত্র,তুমি যে খুব ভালো; 
তাইতো অল্পবয়সীরা,তোমায় করছে কালো।
তারা ভুলে যায় পিতামাতা,ভুলে যায় গুরু;
তাইতো তারা অল্প বয়সে,করছে নতুন জীবন শুরু।
তারা যে অন্ধ,তারা করছে আপনকে কবলিত;
কারন তারা মানে না আদর্শ ,তারা যে আবেগ চালিত।
যাদের মনে নাই তেজ,তাদের আছে শুধু বিদ্বেষ;
যাদের করা যায় না আশা,তারা গড়বে কি স্বদেশ।
হে সমাজ কেমন তৈরি করেছো মানব;
দিয়েছো কোন ভালোবাসা, হচ্ছে যেন দানব।
যাদের মান নেই,হুঁশ নেই,তবে সে কীসের মানুষ;
কোন ভালোবাসা তাদের গ্রাস করেছে, হয়েছে অমানুষ।
আমি বলি,পড়ো তুমি,রাখো এই কথা;
ভালোবাসা যদি কাবু করো,কখনো দেবে না ব্যথা।
ভালোবাসো তুমি, যে করবে তোমার উন্নতি;
ভালোবাসো না তাকে,যে করবে অবন্নতি।
আশার আলো হে তরুণ সমাজ,হও জাগ্রত;
সবার আগে এগিয়ে চলো,ভালোবাসায় নতুন সমাজ গড় শত শত।
সৎ ভালোবাসা থাকে যদি কাছে; 
দুঃখ-কষ্ট, বাধা-বিপত্তি থাকবে পড়ে পাছে।।