Saturday, February 18, 2017

সাধারণ কবি

         কবি
             সুবোধকুমারশীট

আমি নাহি কোন বিখ্যাত কবি,
লেখা আমার মুক্ত গগনে ভন্ড,অচল নবি।
লেখনী মুক্ত প্রেম,দান করেছে আমায়,
পারিনা বসে, প্রেমহীন এই মধুর গোধুলি,উষায়।
ভোরের পাখির সুর ধ্বনির ডাকে,
বিষন্ন হৃদয়েও নির্মল অনুভূতি আঁকে।
বিছানায় বসে ফুরফুর হাওয়ার স্বাদে,
সাধারণ মনেও কাব্যিক আবেশের সুড়সুড়ি জাগে।
গোধুলি রক্তিম আলোর বাজনায়,
গোরুর নৃত্যের ধূলির গন্ধে সাড়া দেয় কাব্যিকতায়।
আমি নাহি কোন বিখ্যাত কবি,
মহাসমুদ্রের হয়তো,ক্ষুদ্র জলবিন্দু ন্যায় ছবি।
আমি শুধু এক সাধারণ কবি।।


রচনাকাল -
নিজ বাসভবন, 
02/01/2017,মঙ্গলবার, 
সকাল-06:02,