Monday, February 27, 2017

আমার দুই মনি

            আমার দুই মনি
             সুবোধকুমারশীট


ওগো দুর্লভ পিতামাতার খুব স্নেহের রত্নমনি,
উজ্জ্বল ভবিষ্যতের পিছে পিতামাতা পার করেছে কত রকম শনি।
তোমার জন্মেতে,যখন দেখেছিল ফুটফুটে মুখ,
খুশিতে ভরে ছিল পিতামাতার দুঃখ ভরা বুক।
দিন-রাত করে,ছোট্টো শিশুর ক্রন্দন শুনে,
সব কাজ পাছে ফেলে ছুটে আসে অশ্রুনয়ন খোকার পানে।
রহিয়াছে পিতামাতা কখনো জির্ন বস্ত্রে,কখনো অনাহারে,
কিন্তু কোন কষ্ট পায়নি দিতে তোমারে,রেখেছিল বড়ো সমাদরে।
সেই পিতামাতা শিশুবেলায় কি স্নেহ,যত্ন করেছে তোমায়,
হয়তো,তোমারও পেয়েছো সেই অনুভূতির   সায়।
আর সেই পিতামাতা পড়ে যখন বয়সের টানে,
তখন পায় না সন্তান সঙ্গ,আর বেদনায় আশ্রমে অশ্রু আনে।
হে বঙ্গ সন্তান-সন্ততি তোমরা কেমন রত্নমনি,
আঁখি থাকতেও মূল্য নাহি কি দিতে যানি।।


রচনাকাল -
নিজ বাসভবন, 
28/12/2016,বুধবার, 
সন্ধ্যা -07:30,