Monday, February 27, 2017

বসন্ত বাতাসে


                বসন্ত বাতাসে 
              সুবোধকুমারশীট

শিহরণ জেগেছে ভাই মনে, 
শত্রুও বন্ধু হবে ভালোবাসার ফুল ফুটবে রনে।
বায়ু কোমল সুরে বইবে সকল বাঁধন ছিঁড়ে,
বসন্তী আবার মুক্ত ডাকে ফিরবে নীড়ে।
বাগান আবার সৌন্দর্যে ভরে উঠবে,
মৌমাছি,প্রজাপতি মধুর মজা লুঠবে।
বসন্তের গন্ধ আবার ছড়াবে রঙে রঙে, 
আনন্দে মেতে উঠবে সবাই আবার এক সঙ্গে।
কিন্তু আড়ালে থেকে যাবে সেই স্বামী হারা  নারী, 
যারা ঐতিহ্যের বাঁধন ছিঁড়ে না পারে দিতে পাড়ি।
সেই আঁস্তাকুড়ে পড়ে থাকা কত নির্বাক মুখ,
তাদেরকে যেন ফাঁকি দিয়েছে বসন্তের সুখ।
অনাথ শিশু,অনাথ বৃদ্ধ পিতামাতার জীবনে নেই বসন্ত,
এই সব সুখের দিনে এইভাবেই রইবে অনন্ত।
এসো আমরা এই বসন্তের সুখের মধুর মিলনে,
আমরা ভাগ করে নেই আনন্দ, এই নিরূপম মনে।
এইভাবে ছড়িয়ে দেই বসন্তের সুখ বাতাসে প্রতি সনে সনে।।


রচনাকাল-
নিজ বাসভবন, 
11/02/2017,শনিবার, 
সন্ধ্যা-07:05,