Tuesday, August 29, 2017

জাগো তরুণ - সুবোধ কুমার শীট

খেলবো মোরা ভালোবেসে আরে এই ভুবনে,
খেলার মত্ততায় জাগাবো ঘুমন্ত তরুণে।
আরে জাগবে ওরা দেশের তরে চক্ষু মেলে,
জয়ের প্রফুল্ল মেলবে ওরা ময়ূর ছলে।


রচনাকাল -
নিজ বাসভবন,
29/08/2017,
সকাল -08:50,



Tuesday, August 15, 2017

প্রিয় স্বাধীনতা - সুবোধ কুমার শীট

শহিদের মহৎ জীবন মূল্যে কি হলাম পূর্ণ স্বাধীন?
প্রশ্ন করে দেখি যখনই বিবেক বলে- 'তোরা অধীন'।
আমরা তবুও প্রবল খুশি স্বাধীনতা পেয়েছি বলে!
এই অনুভূতি পালন করে পূর্ণ করো এ শূণ্য কোলে।


রচনাকাল -
নিজ বাসভবন,
30/07/2017,
সকাল -07:30,



Monday, August 7, 2017

বাঁধবো রাখী - সুবোধ কুমার শীট

আমরা স্বার্থপর নই গো মোরা
যতই হোক ভিন্ন জাতির তোরা।
আমরা ঐক্য বেঁধে বাসবো ভালো
আজ ঘুচাবো জাতি-ভেদের আলো।
বাঁধবো এ রাখী তোদেরই হাতে
 যতই বলিস তুই অন্য জাতে।


রচনাকাল -
নিজ বাসভবন,
07/08/3017,
 সকাল-09:35,



Sunday, August 6, 2017

বন্ধুত্ব



                বন্ধুত্ব
        সুবোধ কুমার শীট


জীবের সদ্ প্রেমই,
প্রচ্ছন্ন সৌহার্দ্যের বন্ধন।
যে বন্ধনে জীব-জড় নাই ভেদ,
যে বন্ধনে ধূলিসাত্ প্রকাণ্ড খেদ।


রচনাকাল -
নিজ বাসভবন,
12/07/3017,
রাত্রি -09:05,