Wednesday, May 10, 2017

হে অনাথ শিশু


             হে অনাথ শিশু
           সুবোধ কুমার শীট


তোমরা জাগ্রত গোধূলির আলো,
মনে এগিয়ে যাওয়ার রসদ ঢালো।
তোমরা ঠিক পারবে সমাজ আলোকিত করতে,
তোমরাই পারবে কালিমার সাথে লড়তে।
হ্যাঁ ভাবো 'আমরা অনাথ !
এই অনাথ রসদ হয়ে এগোবে' কারণ এতে নেই যে খাত।
অতীতকে কোনো দিন ভুলো না,
তাহলে ভবিষ্যৎ করবে না কোন দিন ছলনা।
তুমি যেমন এসে ছিলে একা,
তেমনিই যেতে হবে সেই,তাই এখন রয়েছে মকা।
এ জগতে কেউ কারোর নয়,
ভরসা করলে থেকেই যায় একটা ভয়।
এই জীবন খুবই সংক্ষিপ্ত,
কোন পথে এগোবে তা করো রপ্ত।
তোমরা জাগ্রত গোধূলির আলো,
মনে এগিয়ে যাওয়ার রসদ ঢালো।।


রচনাকাল -
নিজ বাসভবন, 
30/04/2017,রবিবার,
দুপুর - 12:05,