Tuesday, February 28, 2017

অবিশ্বাস ( রূপকধর্মী)


           অবিশ্বাস ( রূপকধর্মী)
             সুবোধ কুমার শীট

একা একা বসে আছি
ভেবেছিলাম আসবে তুমি মৌমাছির মতো,
আর আমি বসন্তের ফুলের মতো 
বাগানে পথ চেঁয়ে বসে থাকবো তোমার জন্য।
কিন্তু তুমি এলেনা আর কোন দিন
আর প্রায় সব দিন বসে থাকি!
কিন্তু কোন নাগাল পেলাম না আর
এই ভাবে বসন্তের ঘটে অবসান,
আর আগমন হয়ে থাকে গ্রীষ্মের ।
আর এই গ্রীষ্মের প্রখর গরমে দাউ দাউ করে
আমরা কৃতিত্বের অবসান ঘটে গেল চিরমূহূর্তের
কিন্তু সে ফিরে এল না কোন দিন।।

তুমি=বিশ্বাস; বসন্তের ফুল/বসন্ত =সংশোধিত মানুষ;বাগানে=সভ্য সমাজে; গ্রীষ্মে=চরম বার্ধক্যে; 
গ্রীষ্মের প্রখর গরম= চরম বার্ধক্যে অন্তিম
পর্যায়;