Sunday, May 3, 2020

আমার শ্রমিক ভাইয়েরা - সুবোধ কুমার শীট


রোদ্দুপুরে পুড়ে তারা সমৃদ্ধি করছে মানবিক মূল্যবোধ ,
কয়জন বা অর্থবান তা বোঝে, তাদের কি আছে মনুষ্যবোধ ?
স্বপ্নপুরী মহলে আছে আনন্দে,উল্লাসে অনেক অর্থশালীরা,
তাদের আরামের তরে জীবন দিচ্ছে শ্রমিক ভায়েরা।
কষ্টে গড়া হাতে তারা স্বপ্ন বুনে কত,
তবুও পায় না সম্মান! শান্তির সুখ তাদের দেয় যত।
তাহারা বুঝে গেছে, প্রতিবাদ! সলতের তেলের মতো উবে যাবে,
তার সাথে গাছের পরিস্ফুটিত ফুলের ন্যায় পরিবারের সবাইকে হারাবে।
তোমরা প্রভাবশালী তোমরা তাহাদের করছো ক্ষত,
আর কতই বা সহিবে,তাহারা দগ্ধ, তব্ধ, বিষাদ গ্রস্ত আর হচ্ছে গত।
তাহাদের শূন্যতায় আসিবে দুর্ভিক্ষ, সংকট এ জগতে ,
তখনই  বুঝবে মহত্ত্ব, কত আছে তাহাদের বাহুতে।
তাই তাহাদের সম্মানের নিজেকে করো অর্পণ শত শত,
এসো তাহাদের কাছে আমরাও করি সদা মাথা নত।। 

রচনাকাল -
নিজ বাসভবন, 
28/04/2017,শুক্রবার, 
দুপুর -01:12,

রাগ-ক্রোধ-সহন-অয়ন - সুবোধ কুমার শীট

রাগে মানব মানবতা কেন হারিয়ে ফেলে আগে?
ক্রোধ করে যারা তারাই কেন সদা হারায় বোধ?
সহন যারা তারাই শুধু ঐক্যতা করে বহন।
অয়ন দেখায় যারা তারা হিংসা করেনা চয়ন।
রাগ-ক্রোধ সহন করো তারপর দেখাও অয়ন।।


রচনাকাল -
16/07/2017, রবিবার ,
সন্ধ্যা -08:32,




           

তীক্ষ্ণ অনুভূতির প্রেম - সুবোধ কুমার শীট

তোমারে দেখেছি আমি সক্রিয় অপটিকের অনুভব মস্তিষ্কে;
তোমার অনুভূতি ধাবন পাইয়া যাই আমার প্রতিটি অঙ্গের সংবেদী গ্রাহকে।

যখন পথ দিয়া গমন করো থ্যালামাস সক্রিয়তায় তাকায়ে তাকায়ে আমার দিকে;
আমার স্নায়ুতন্ত্র হারায়ে মন্ত্র বন্ধুর স্পর্শে তবুও স্নায়ু ফিকে।

যখন আসো শাড়ি অঙ্গে দুর্বল সুগন্ধী আলতো মেখে কিছু দুরে;
আমার অলফ্যাক্টরি জানায় প্রেমের অনুভূতি আমারে, পেছনে ফিরে পাই তোমারে।

গালেহাত, দুজনে তির্যক নয়নে হৃদ গতির সক্রিয়ে তাকাই দুজনে বারে বারে ;
দুজনে দেখি দুজনের তারারন্ধ্র ছোটো-বড়ো হচ্ছে প্রেমে আরে।

কি দারুণ এনামেল হাসি মুখে যখন হাসে আমারে আনন্দ দেখে;
হৃদগতি বাড়ায়ে চলে, আনন্দে আমার ইচ্ছে করে এইখানে যাই থেকে।

স্কুলের অতল প্রেমের মুহূর্তগুলি আমার ফ্রন্টাল-প্যারাইটাল লোব এমন বিঁধেছে মনে;
রাতে মেলাটোনিন নিষ্ক্রিয়, শুধু তারই মুখখানি নয়নে।

যদি এখন অন্ধ হয়ে যাই এই তীক্ষ্ণ অনুভূতির প্রেম রোডোপসিন হয়ে ভাসবে অক্ষি পানে;
তাই বারে বারে ভাবি যেন এমনি চলে প্রেম রক্ত-লসিকায় সুস্থ চলনে।।
                   

রচনাকাল-
নিজ বাসভবন,
বৃহস্পতিবার,০৪/০৫/২০১৭,
বিকাল -০৪:০৩,



Tuesday, March 19, 2019

তীক্ষ্ণ অনুভূতির প্রেম

তোমারে দেখেছি আমি সক্রিয় অপটিকের অনুভব মস্তিষ্কে;
তোমার অনুভূতি ধাবন পাইয়া যাই আমার প্রতিটি অঙ্গের সংবেদী গ্রাহকে।

যখন পথ দিয়া গমন করো থ্যালামাস সক্রিয়তায় তাকায়ে তাকায়ে আমার দিকে;
আমার স্নায়ুতন্ত্র হারায়ে মন্ত্র বন্ধুর স্পর্শে তবুও স্নায়ু ফিকে।

যখন আসো শাড়ি অঙ্গে দুর্বল সুগন্ধী আলতো মেখে কিছু দুরে;
আমার অলফ্যাক্টরি জানায় প্রেমের অনুভূতি আমারে, পেছনে ফিরে পাই তোমারে।

গালেহাত, দুজনে তির্যক নয়নে হৃদ গতির সক্রিয়ে তাকাই দুজনে বারে বারে ;
দুজনে দেখি দুজনের তারারন্ধ্র ছোটো-বড়ো হচ্ছে প্রেমে আরে।

কি দারুণ এনামেল হাসি মুখে যখন হাসে আমারে আনন্দ দেখে;
হৃদগতি বাড়ায়ে চলে, আনন্দে আমার ইচ্ছে করে এইখানে যাই থেকে।

স্কুলের অতল প্রেমের মুহূর্তগুলি আমার ফ্রন্টাল-প্যারাইটাল লোব এমন বিঁধেছে মনে;
রাতে মেলাটোনিন নিষ্ক্রিয়, শুধু তারই মুখখানি নয়নে।

যদি এখন অন্ধ হয়ে যাই এই তীক্ষ্ণ অনুভূতির প্রেম রোডোপসিন হয়ে ভাসবে অক্ষি পানে;
তাই বারে বারে ভাবি যেন এমনি চলে প্রেম রক্ত-লসিকায় সুস্থ চলনে।।

রচনাকাল-
নিজ বাসভবন,
বৃহস্পতিবার,০৪/০৫/২০১৭,
বিকাল -০৪:০৩,



Friday, September 8, 2017

সাক্ষরতা - সুবোধ কুমার শীট

জ্ঞান্ কথা কেবা জানে?
পদে পদে শিক্ষা আনে।
যেথা দেখি চক্ষু পানে
শিক্ষা জাগে এই মনে!
ঘরে বসে বই শিক্ষা
বহিঃ কত জ্ঞান দীক্ষা,
বই থেকে দৃষ্টি বাঁকে
শিক্ষা-বানী স্মৃতি আঁকে।
শিক্ষা কারে দেই আখ্যা
আছে শুধু শূণ্য ব্যাখ্যা।




রচনাকাল -
নিজ বাসভবন,
07/09/2017,
সন্ধ্যা -07:49,



Tuesday, August 29, 2017

জাগো তরুণ - সুবোধ কুমার শীট

খেলবো মোরা ভালোবেসে আরে এই ভুবনে,
খেলার মত্ততায় জাগাবো ঘুমন্ত তরুণে।
আরে জাগবে ওরা দেশের তরে চক্ষু মেলে,
জয়ের প্রফুল্ল মেলবে ওরা ময়ূর ছলে।


রচনাকাল -
নিজ বাসভবন,
29/08/2017,
সকাল -08:50,



Tuesday, August 15, 2017

প্রিয় স্বাধীনতা - সুবোধ কুমার শীট

শহিদের মহৎ জীবন মূল্যে কি হলাম পূর্ণ স্বাধীন?
প্রশ্ন করে দেখি যখনই বিবেক বলে- 'তোরা অধীন'।
আমরা তবুও প্রবল খুশি স্বাধীনতা পেয়েছি বলে!
এই অনুভূতি পালন করে পূর্ণ করো এ শূণ্য কোলে।


রচনাকাল -
নিজ বাসভবন,
30/07/2017,
সকাল -07:30,